সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৫৫

সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বময় সমাদৃত: বিভাগীয় কমিশনার

সম্মিলিত নাট্য পরিষদের ৩৭বছর উদযাপন

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, সিলেট একটি সমৃদ্ধি সাংস্কৃতিক অঞ্চল। এখানে গুণী, সাধক কবি, বাউল শিল্পী ও সংস্কৃতির নানান শাখার সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। সিলেট একটি সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান। যা বিশ্বময় সমাদৃত। তিনি বলেন, নাট্য চর্চার মধ্য দিয়ে আমরা আলোকিত সমাজের স্বপ্ন দেখি। সকল অশুভকে বিতাড়িত করতে সাংস্কৃতিক অগ্রযাত্রার গুরুত্ব অপরিসীম।

তিনি বর্তমান সরকারের সংস্কৃতি বান্ধব কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন, সরকার দেশের উন্নয়ন অগ্রগতির সাথে সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কাজ করছে। সম্মিলিত নাট্য পরিষদের ৩৭ বছরের অগ্রযাত্রার ধারাবাহিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি নাট্য পরিষদ করোনাকালে যে মানবিক কাজের দৃষ্টান্ত রেখেছেন তা নিয়ে আমরা গৌরব করি। তিনি করোনা মহামারির সময়ে মানবিক কাজের জন্য মানবহিতৈষী সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মুক্ত মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মানবহিতৈষী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ভারতীয় সহকারি হাই কমিশন সিলেটের সহকারি ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত নাট্য পরিষদের মানবহিতৈষী সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার জলিল, নারী উদ্যোক্তা সমাজসেবী ফারমিছ আক্তার, মেট্রোপলিটন পুলিশের নায়েক সমাজকর্মী শফি আহমদ, স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট জেলা রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
সম্মাননাপ্রাপ্ত মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবী আব্দুল জব্বার জলিল। সম্মাননা প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন নাট্য পরিষদের সহ সভাপতি উজ্জ্বল দাস, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, প্রচার ও দপ্তর সম্পাদক অচিন্ত কুমার দে, নির্বাহী সদস্য ফারজানা সুমী ও দিবাকর সরকার শেখর।

অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, সমবেত সঙ্গীত পরিবেশন সিলেটের বিশিষ্ট সঙ্গীত শিল্পীবৃন্দ, আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী আমিরুল ইসলাম লিটন। মানবহিতৈষী সম্মাননা প্রদানের পর নৃত্য পরিবেশ করেন একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আটর্স। গণসংগীত পরিবেশন করেন অংশুমান দত্ত অঞ্জন।

সন্ধ্যা ৭টায় অডিটোরিয়াম মূল মঞ্চে ‘ভাইবে রাধারমণ’ নাটক মঞ্চায়ন করে লিটল থিয়েটার সিলেট। স্বাস্থ্যবিধি মেনে নাট্যামোদী দর্শক পিনপতন নীরবতায় নাটকটি উপভোগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত