Sylhet Today 24 PRINT

বুধবার থেকে নগরের দুই কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে কোভিড-১৯ টিকা মর্ডানার ২য় ডোজ প্রদান বন্ধ থাকবে।  

তবে কেউ যদি ২য় ডোজ না নিয়ে থাকেন তবে যথাযথ প্রমানক সহ নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্র বা হেল্পডেস্কে যোগাযোগ করতে পারবেন।
 
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে থেকে এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ জুলাই থেকে ১৯ আগষ্ট তারিখ পর্যন্ত কোভিড-১৯ এর মর্ডানার ১ম ডোজ টিকা দেয় হয় এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত মর্ডানার ২য় ডোজ প্রদান করা হয়। কিন্তু অনেকেই ২য় ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাওয়ার পরও নির্ধারিত সময়ে নির্দিষ্ট কেন্দ্রে টিকা নিতে পারেননি, তারা অতিসত্ত্বর প্রমানক সহ নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্র বা হেল্পডেস্কে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

উপযুক্ত নাগরিকদের ২য় ডোজ গ্রহণে কোন সমস্যা বা ভোগান্তি হবে না বলে নিশ্চিত করেছেন সিসিকের স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত কোভিশিল্ড, মর্ডানা ও সিনোফার্ম টিকার ১ম ডোজ নিয়েছেন ২ লাখ, ২৯ হাজার ৯ শত ৩৯ জন এবং ২য় ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৮২ ১ শত ৩৫ জন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.