Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ২৩ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারা করেছে।

বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার কামড়াপুর বাইপাস এলাকায় এ অভিযান হয়।

গ্রেপ্তারকৃতার হচ্ছে- মো. আলী হোসেন (১৯) ও মো. আকাশ মিয়া (২০)। তাদের বাড়ি জেলার চুনারুঘাট উপজেলায়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.