Sylhet Today 24 PRINT

সরকার করোনা পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করছে: পরিকল্পনা মন্ত্রী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর: |  ২৬ সেপ্টেম্বর, ২০২১

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বৈশ্বিক করোন মহামারী পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশে। এটা সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য।’

মন্ত্রী শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলায় নিরাপদ পানি সরবাহ ও স্যানিটেশন ব্যবস্হা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন – পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আর একটি ঘরেও নিরাপদ পানি ও ল্যাট্রিন অভাববোধ করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলকে উন্নয়নের জন্য কাজ করছি। আর কিছু দিন পর সকল উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হবে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.