Sylhet Today 24 PRINT

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৫

জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুতি রক্ষা এবং তহবিল ব্যবহারে বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল দেশ কর্তৃক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সিলেটে ‘গণপদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

টিআইবি, বাপা, প্রাধিকার, ভূমিসন্তান’সহ সিলেটের বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা গণপদযাত্রা কর্মসূচীতে অংশ নেয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীরর চাঁদনীঘাট থেকে শুরু হয়ে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এদেশে ক্রমশ বন্যা, জলোচ্ছ্বাস,খরা, নদীভাঙ্গন ও তাপমাত্রা বৃদ্ধি মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে।

তাই বাংলাদেশের মতো দেশগুলোকে অগ্রাধিকার দিয়ে বৈশ্বিক তাপমাত্রা সীমিত করা, উন্নয়ন সহায়তায় অতিরিক্ত ও নতুন তহবিল প্রদান, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা–জবাবদিহিতা ও শুদ্ধাচার প্রণয়ননের দাবী তুলে ধরেন বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.