Sylhet Today 24 PRINT

সিলেটে কমে এসেছে করোনার প্রকোপ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২১

সিলেটে কমে আসছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সংক্রমণের হার ছিল মাত্র ০.৮০। যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে সিলেটে করোনায় কেউ মারাও যাননি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এই প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। পলে বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১১৬৮।

এদিকে, সবশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মাত্র ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলা ২ জন ও মৌলভীবাজারে ৪ জন শনাক্ত হন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী মেলেনি।

৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৮০।

এর আগের চব্বিশ ঘন্টায় শনাক্তের হার ছিল ২.২৯। বুধবার শনাক্তের হার ১.১১, মঙ্গলবার ১.১৫ এবং রোববার শনাক্তের হার ছিল ১.১৮।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬৮৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮২৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৮৫ জন। সুনামগঞ্জের ৬২৪২ জন, মৌলভীবাজারের ৮১২৩ জন ও হবিগঞ্জের ৬৬৩৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.