Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক দেশ: হবিগঞ্জের জেলা প্রশাসক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ ভেদাভেদ ভুলে এক সাথে বসবাস করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হবে। তার এই স্বপ্ন আমরা সকলে মিলে বাস্তবায়িত করব।

শুক্রবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা গুলো বলেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বক্তব্য রাখেন, এডভোকেট আকবর হেসেন জিতু, পৌর সভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, প্রনয় পাল।

উল্লেখ্য, চেক বিতরন অনুষ্টানে সমাজ সেবা অধিদপ্তর, চুনারুঘাট উপজেলার ৫৫৫০ জন অসহায় চা শ্রমিকদের মাঝে পাঁচ হাজার টাকা করে পৌন তিন কোটি টাকার চেক বিতরণসহ ৭১ টি পূজা মন্ডপে ১০ লাখ ৬৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.