Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবককে কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি  |  ১১ অক্টোবর, ২০২১

হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং দায়ে মিয়াদ মিয়া নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

উপজেলার প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ১২টায় উপজেলার রতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করেন দেবপাড়া ইউনিয়নের ঝিলকা গ্রামের মো. মিয়াদ মিয়া (২৫)। ইভটাজিংয়ের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি দল।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, এক যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইভটিজিং রোধে প্রশাসন বদ্ধ পরিকর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.