Sylhet Today 24 PRINT

চার বছর পর সিলেটে ছাত্রলীগের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২১

প্রায় চার বছর কমিটিহীন থাকার পর অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মো. নাজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ।

অপরদিকে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম হাসান।

জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান নতুন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

দ্রুততম সময়ের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই দুই সভাপতি।

দীর্ঘদিন ধরেই সিলেটে কমিটিহীন ছিলো ছাত্রলীগ। ফলে সংগঠনটিতে দেখা দিয়েছিলো বিশৃঙ্খলা ও স্থবিরতা।

জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালে। নানা বিতর্ক ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবরে এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব।

আর ২০১৫ সালে সবশেষ সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। জেলা কমিটির মতোই মহানগর কমিটিও নানা অভিযোগে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয়।

এরপর বিভিন্ন সময়ে একাধিকবার উদ্যোগ নিয়েও ছাত্রলীগের এই দুই ইউনিটের নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এতে হতাশা দেখা দিয়েছিলো সংগঠনটির পদ প্রত্যাশীদের মধ্যে।

নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে স্থবরিতা কাটিয়ে সিলেটে ফের চাঙ্গা হয়ে উঠবে ছাত্রলীগ এমন প্রত্যাশা কর্মীদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.