Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের কমিটি ‘টাকার বিনিময়ে’

অভিযোগ সাবেক সভাপতির, দুজনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০২১

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। টাকার বিনিময়ে আংশিক এই কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।

ক্ষোভে ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া একাধাক ছাত্রলীগ নেতা।

প্রায় চার বছর মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মো. নাজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ।

অপরদিকে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম হাসান।

কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণার পর সভাপতির পদ পাওয়া দুটি বলয়ে উচ্ছাস দেখা দিলেও ক্ষোভ দেখা দিয়েছে সিলেট ছাত্রলীগের অন্য বলয়গুলোতে।

টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি শাহারিয়ার আলম সামাদ।

ছাত্রলীগের তেলিহাওর বলয়ের এই নেতা বুধবার ফেসবুকে এক স্ট্যাটাসে এমন অভিযোগ আনেন। এর প্রতিবাদে বিকেলে তেলিহাওর এলাকায় বিক্ষোভ মিছিলও আহ্বান করেছেন তারা।

নবঘোষিত কমিটিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পাওয়া্ রাহেল সিরাজ এই গ্রুপের নেতা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের নামে পরিচালিত হয় তেলিহাওর গ্রুপ।

জেলা ছাত্রলীগের সভাপতি হওয়া নাজমুল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের অনুসারী।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিকেলে তারা টিলাগড় এলাকায় আনন্দ মিছিল করার কথা রয়েছে।

জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণার সাথে সাথে সিলেটের ৬ নেতাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করার কথাও জানান ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।

তবে এদের মধ্যে অন্তত দুজন ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা হলেন- জাওয়াদ ইবনে জাহিদ খান ও মুহিবুর রহমান মুহিব।

এই দুজনই সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির পদপ্রত্যাশী ছিলেন।

কমিটি ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ প্রত্যাখান করে স্ট্যাটাস দেন মুহিবুর রহমান মুহিব। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য করায় আমি বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি এই বিশাল পদের যোগ্য নই। তাই আমি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নিলাম।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.