Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২১

বিয়ানীবাজারে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও কেক কর্তন কর্মসূচি পালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে শ্রমিক লীগ। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরো  বলেন, আমাদের মূল লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতি শ্রমিকরা। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাহানুল ইসলাম লায়েকের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন রুনু, আওয়ামীলীগ নেতা কাওছার আহমদ, শ্রমিক লীগ নেতা সাইদুজ্জামান টিপু, বেলাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.