Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে মিছিল থেকে প্রশাসনের ৪টি গাড়ি ভাংচুর

জকিগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২১

কুমিল্লার ঘটনার জেরে  জকিগঞ্জের কালিগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় পুলিশের সাথে মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীরা প্রশাসনের ৪টি গাড়ি ভাংচুর করে।

বুধবার রাত আটটা থেকে দফায় দফায় মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় উত্তেজিত জনতা জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গাড়ী ভাংচুর করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ, একাধিক পুলিশসদস্যসহ অন্তত ১৫জন আহত হয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্টি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসন কাউকে কোন ছাড় দেবে না।

প্রসঙ্গত, কুমিল্লার একটি পূজচামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে কুমিল্লায় উত্তেজনা বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.