Sylhet Today 24 PRINT

চাকরির প্রলোভনে টাকা আত্মসাতই তার পেশা

নিজস্ব প্রতিবেদক: |  ১৪ অক্টোবর, ২০২১

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা অত্মসাতের অভিযোগে উজ্জল বণিক্য (৪৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন জগন্নাথ দেব আখড়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উজ্জল শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের নরেশচন্দ্র বণিক্যের ছেলে।

র‌্যাব জানায়, উজ্জলসহ একটি চক্র সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা আত্মসাৎ করছিলো।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব আরও জানায় তার কাছ থেকে চেক বইয়ের ১টি পাতা, ভুয়া কিছু কাগজপত্র ও নগদ ৭১ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

পরে উজ্জল বণিক্য ও এই চক্রের পলাতক সকল সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.