Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে নির্বাচনী প্রজ্ঞাপন জারি, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রজ্ঞাপন জারি করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশনায় এ প্রজ্ঞাপন জারি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি তফসিল অনুযায়ী তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে তারিখ (২৮ নভেম্বর) ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করার জন্য ৪জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।  শিমুলবাক ও পাথারিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়ীত্বে আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, পশ্চিম পাগলা ও পূর্ব পাগলার দায়ীত্বে উপজেলার কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, পশ্চিম বীরগাঁও ও দরগাপাশার দায়ীত্বে মো. জাহিদুল ইসলাম এবং জয়কলস ও পূর্ব বীরগাঁওয়ের দায়ীত্বে আছেন একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করছি। ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয়ের নির্দেশনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছি। প্রতি দুই ইউনিয়নে একজন করে রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে পারবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.