Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি: |  ১৯ অক্টোবর, ২০২১

সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট ও জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার প্রমাণ।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম জিয়াউল হক (১৮)। সে দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের সমছুল হকের ছেলে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘সোমবার রাতে উপজেলার চারখাই বাজারের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠককালে তাকে র‌্যাব আটক করে। পরে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জিয়াউল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার ব্যবহৃত মোবাইল থেকে জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে।’

ওসি আরও বলেন, ‘সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.