Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পাকা সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৩ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে স্বাধীনতার ৫০ বছরেরও উন্নয়নের ছোঁয়া লাগেনি।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এলাকার কাঁচা সড়ক পাকা করে নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘমারা গ্রামের আনোয়ার হোসেন, নজির মিয়া, তোয়াব আলী, সাজ্জাদ মিয়া, সিরাজুল ইসলাম, সোয়াব আলী, ইয়াকুব আলী, ইউসুফ মিয়া, মাওলানা মইন উদ্দিন, শিক্ষার্থী আমিনুল ইসলাম ও নাছরিন বেগম।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাঘমারা গ্রামটি অবহেলিত। কৃষি নির্ভর এ গ্রামে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। অথচ কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদি বিক্রির জন্য হাট-বাজারেও নিতে পারেন না। এ কাঁচা সড়কের জন্য। প্রতিবছর নির্বাচন আসলে ইউপি সদস্য, চেয়ারম্যানসহ নেতৃবৃন্দরা সড়কটি পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অথচ তিন পুরুষের জীবন কেটে গেলেও কোনো কাজ হচ্ছে না।’

তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান, বেহাল এ সড়কটি দ্রুত পাকাকরণ করার জন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ গ্রামে ২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ২টি মসজিদ রয়েছে। বাঘমারা গ্রামের জামাল মিয়ার বাড়ির সম্মুখ থেকে সাবেক ইউপি সদস্য নুর ইসলামের বাড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।

এ বিষয়ে আলাপকালে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ‘অনেক বছর থেকে বাঘমারা গ্রামবাসীর বিদ্যুৎ ও পাকা সড়কের দাবি। ৩ বছর আগে এ গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলেও কাঁচা সড়কটি বর্তমানে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্যকে সড়কটি পাকা করণের জন্য অনুরোধ করা হয়েছে। করোনার কারণে হয়তো কাজ হয়নি, দ্রুত সড়কটি পাকা করা হতে পারে।’

এ বিষয়ে বক্তব্য জানতে কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আজ (শনিবার) অফিস তো বন্ধ। অফিস খুলে দেখে বলতে পারবো এমপি’র কোনো প্রকল্প আছে কি না। তারপরও আমি খোঁজ নিয়ে বিষয়টা দেখবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.