Sylhet Today 24 PRINT

তৃণমূল আ.লীগ শক্তিশালী হলে দুর্বল হবে বিএনপি-জামায়াত: শফিকুর রহমান

ওসমানীনগর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০২১

সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, তৃণমূল আওয়ামী লীগ শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে আর দুর্বল হবে বিএনপি জামায়াত। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিশ্বের ১০জন রাষ্ট্রনায়কের মধ্যে সফল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ওসমানীনগরের ৮টি ইউপি নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সকলকে নিরলস ভাবে কাজ করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার তাজপুর কদমতলায় একটি কমিউনিটি সেন্টারে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমানীনগর উপজেলা সাংগঠনিক টিমের প্রধান অধ্যক্ষ সুজাত আলী রফিক।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন, কার্যনির্বাহী সদস্য আবদার মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সাধারণ সম্পাদক মুক্তা পারভিন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোস্তাক আহমদ, সদস্য সচিব সালা উদ্দিন সালাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী সহ ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য সহিদুর রহমান শাহিন, জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর হামিদ, পিনাক পানি ভট্টাচার্য, চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মকবুল আলী, আলাউর রহমান, শেরওয়ান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, অরুণোদয় পার ঝলক, তফজ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আনা মিয়া, লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট জাহেদ সুমন, উপ-দপ্তর সম্পাদক ফজলু মিয়া, সহ প্রচার সম্পাদক সেবুল মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবার হোসেন মস্তান, সদস্য শাহ জামাল আহমদ ও যুবায়ের আহমদ শাহিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.