Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৭ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত চা বাগানের ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলার ১০টি চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আয়োজনে উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদীপ পাল, পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী, কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ, মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া, কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.