Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে ফলাফল স্থগিত হওয়া কেন্দ্রে পুন:ভোট ৩০ নভেম্বর

হবিগঞ্জ প্রতিনিধি: |  ২১ নভেম্বর, ২০২১

আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফলাফল স্থগিত হওয়া কেন্দ্রে পুনরায় ভোটের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

আগামী ৩০ নভেম্বর ওই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

রোববার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ নভেম্বর ২ নম্বর ওয়ার্ডের আটপাড়া ২ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বের নিয়মেই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তারাই আবার প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এর আগে গত ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার সময় জলসুখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুই চেয়ারম্যন প্রার্থী ফয়েজ আহমেদ খেলু (আনারস) ও রুকসানা আক্তার শিখার (নৌকা) সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। পুড়িয়ে দেয়া হয় ব্যালট পেপার। ভাঙচুর হয় অন্তত ১০টি বাড়িঘর। সংঘর্ষে আহত হন প্রায় অর্ধশত লোক।

এই ওয়ার্ডে চেয়ারম্যান পদে দুইজন ছাড়াও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন। কেন্দ্রের মোট ভোটার ৯৯৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.