Sylhet Today 24 PRINT

ছাতকের শতবর্ষী সেই শিশুর জন্ম সনদ সংশোধন

ছাতক প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০২১

ছাতকে ১০৩ বছরের শিশু এমন শিরোনামে সিলেট টুডে ও দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নজরে আসে। তিনি শিশু মাহদী হাসানের পিতা ফরিদ মিয়া সাথে যোগাযোগ করেন। বৃহস্পতিবার বিকেলে ফরিদ মিয়া উপজেলায় গেলে শিশু মাহদী হাসানের জন্ম সনদ সংশোধন করে দেন।

শিশুর পিতা দিনমজুর ফরিদ মিয়া বলেন, অন্যের বাড়িতে কাজ না করলে তার সংসার চলে না। মানুষের কাছ থেকে টাকা দ্বার নিয়ে ইউনিয়নে গেলে তাঁকে কোন ধরনের সহযোগিতা করা হয়নি। জন্ম সনদের বিষয়টি ইউএনও মহোদয় শুনে দ্রুত সমাধান করে দিয়েছেন৷ এজন্য উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানকে তিনি ধন্যবাদ জানান।

প্রসঙ্গেঃ মাত্র তিন বছর আগে জন্ম নেয় শিশু মাহদী হাসান। কিন্তু জন্ম সনদে দেখা যায় তার বয়স ১০৩ বছর। ঘটনাটি ঘটেছিল উপজেলার কালারুকা ইউনিয়নে হাসনাবাদ গ্রামে। ২০১৮ সালের ০৫ মার্চ জন্ম হয় শিশু মাহদী হাসানের। তার জন্মের বছর খানিক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এসময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ সাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.