Sylhet Today 24 PRINT

বড়লেখায় আ.লীগের সঙ্গে বিদ্রোহীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

বড়লেখা প্রতিনিধি: |  ২৮ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে আজ রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে লড়ছেন ৪৪ জন প্রার্থী। এরমধ্যে উপজেলার ৮টি ইউপিতে আওয়ামী লীগের ১৫ জন নেতা বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। চারটি ইউপিতে দুজন করে ৮ জন, তিনটিতে একজন করে ৩ জন এবং একটিতে ৪ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

এছাড়া স্বতন্ত্রের মোড়কে বিএনপির ৫ জন, জামায়াতের ১ জন প্রার্থী মাঠে রয়েছেন। তবে ৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের তীব্র লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে বর্ণি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জোবায়ের হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) শামীম আহমদ ঘোড়া, আব্দুল মোহিত মোটরসাইকেল ও মো. জয়নাল আবেদীন (বিএনপি) আনারস প্রতীক নিয়ে লড়বেন।

দাসেরবাজার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মাহতাব উদ্দিন ঘোড়া, স্বপন কুমার চক্রবর্তী আনারস, বিমান কান্তি দাস মোটরসাইকেল ও কয়েছ আহমদ অটোরিকশা প্রতীক নিয়ে লড়বেন।

নিজবাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক নৌকা, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) আনারস ও মো. আবু সাহেদ ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন।

উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন আহমদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. আতাউর রহমান আনারস, মো. মুমিনুর রহমান টনি ঘোড়া ও মো. আব্দুল্লাহ (জমিয়তে উলামায়ে ইসলাম) খেজুর গাছ প্রতীক নিয়ে লড়বেন।

দক্ষিণ শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) শাহাব উদ্দিন ঘোড়া, আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) আনারস ও মো. আমির উদ্দিন চশমা প্রতীক নিয়ে লড়বেন।

বড়লেখা সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সালেহ আহমদ জুয়েল নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন।

তালিমপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান আনারস ও সুনাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন।

দক্ষিণভাগ উত্তর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. নজরুল ইসলাম ঢোল, আব্দুল জলিল ফুলু ঘোড়া, আশরাফ হোসেন মোটরসাইকেল, আব্দুল মানিক রজনীগন্ধা, মো. ময়নুল হক (বিএনপি) চশমা, লুৎফুর রহমান (জামায়াত) টেবিলফ্যান, জবরুল ইসলাম আনারস, মোশাহিদ আহমদ টেলিফোন ও আব্দুল মালিক অটোরিকশা প্রতীক নিয়ে লড়বেন।

সুজানগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাহেদুল মজিদ নিকু নৌকা, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া, ফখরুল ইসলাম চশমা ও বদরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে লড়বেন।

দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারী নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) আজির উদ্দিন ঘোড়া, বেলাল খান ওলম আনারস, শরফ উদ্দিন চশমা ও সাইদুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়বেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। বাকি নয়টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

এদিকে নির্বাচন উপলক্ষে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে। 

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 

উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭৮৬। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭৯৯।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। আশা করছি ভোটাররা নির্বেঘ্ন ভোট দিতে আসবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.