Sylhet Today 24 PRINT

সিলেটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০২১

দুদক কমিশনার মো. জহুরুল হক বলেছেন, গণশুনানির মাধ্যমে দুদক সবাইকে সতর্ক করে দিচ্ছে যে, দূর্নীতি করলে এর প্রতিকার হয়। করোনার কারকারণে দুদকের গণশুনানি কার্যক্রম স্তিমিত থাকলেও এখন থেকে মাঝেমধ্যেই গণশুনানির আয়োজন হবে।

রোববার সকালে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে দুদক আয়োজিত 'গণশুনানি' শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিলেটে পাসপোর্ট অফিস, সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।

সকল দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে, তাহলেই এর সুফল মানুষ পাবে বলেও মন্তব্য করেন দুদক কমিশনার।

গণশুনানিতে সিটি কর্পোরেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ওসমানী হাসপাতালসহ সিলেটের ৩২ টি অফিসকে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

এসময় বিভিন্ন অফিসের ৫৩ জন সেবাগ্রহিতা দুদক কমিশনার বরাবরে সংশ্লিষ্ট অফিসের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন। একই সাথে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ অভিযোগের প্রেক্ষিতে তাদের বক্তব্য প্রদান করেন।

শুনানিতে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয় দুদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.