Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জগন্নাথপুর প্রতিনিধি: |  ২৯ নভেম্বর, ২০২১

জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়নপত্র যাছাই বাছাই আজ সোমবার সম্পন্ন হয়েছে।

সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

তারা হলেন- পাটলী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নবাব ছলিমুল্লাহ ও রানীগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক।

স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক জানান, আমি কোন ঋণ খেলাপি নয়। এলাকার একজনের ব্যাংকের গ্রান্টার (জামাতনকারী) ছিলাম। তবে এবিষয়ে আমি আপিল করব।

উপজেলা নির্বাচন রির্টানিং অফিস সুত্র জানায়, সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ ও সাধারণ সদস্য পদে ২৪০ জনসহ মোট ৩৫৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিক করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, মনোয়নপত্রে দাখিলকৃত কাগজপত্রে ক্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী নবাব ছলিমুল্লার মনোনয়ন বাতিল করা হয়। অপর স্বতন্ত্র প্রার্থী মজুলল হক ঋণ খেলাপির কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.