Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭টি ঘর ও ২টি ধানের ঘোলাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন- সিরাজুল ইসলাম, ছরুয়ার,শফিুউল,আল আমিন,নুরুল আবদেদিন, নুরুল আমিন, আবু বক্কর, কিবরিয়া, আলী নুর।

মঙ্গলবার সকাল সাড়ে ন'টায় উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের  নতুন হাটি গ্রামে ঘটনাটি ঘটে।

দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন হাটি গ্রামে বিদ্যুৎতের শর্কসাকিট থেকে আজ সকালে আগুনের সুত্রপাত হয়েছিল। মুহূর্তেই আগুন ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। সাথে গ্রামের মানুষ জন দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসে। এর মধ্যেই ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ২টি ঘরে রাখা ৫শত মন ধানের ঘোলা পুড়ে যায়। এসময় একজন আগুনে পুড়ে মাহারজুল মিয়া গুরুত্ব আহত হওয়াসহ আগুন নিভাতে গিয়ে হোসেনসহ ৫ জন আহত হয়েছে। গুরুত্ব আহত মাহারজুলকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পরিদর্শন করেছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, আমি আগুনে পুড়ার ঘটনা শুনেছি। এই বিষয়ে ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.