Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ’ সম্পন্ন

শাবি প্রতিনিধি: |  ০৬ ডিসেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’র উদ্যোগে ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১’ সম্পন্ন হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন।

রবিবার (৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে এ প্রতিযোগিতা সমাপণী পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে ২৮ নভেম্বর ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ’র ইভেন্টগুলোর মধ্যে- লুডু এককে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রানার আপ রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। লুডু দ্বৈত চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ ও শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, রানার আপ হয় প্রেসক্লাবের সাংবাদিক রাশেদুল হাসান ও তানভীর হাসান।

ক্যারাম এককে চ্যাম্পিয়ন হয়েছেন সেন্টার অফ এক্সিলেন্স এর প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, রানার আপ আইআইসিটির এসিসটেন্ট মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. হাসান মাহমুদ খান ।

ক্যারাম দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক ও সেন্টার অফ এক্সিলেন্স এর প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস। ক্যারাম দ্বৈত রানার আপ প্রক্টর মো. আলমগীর কবীর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা পহিল। কার্ড-কলব্রিজে চ্যাম্পিয়ন পিএমই বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম রানার আপ হয়েছেন সেন্টার অফ এক্সিলেন্স এর প্রশাসনিক কর্মকতা রাসেন্দ্র চন্দ্র দাস।

কার্ড-২৯ এ চ্যাম্পিয়ন হয়েছেন পিএমই বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ফিন্যান্স দপ্তরের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মো. সায়েম তালুকদার এবং রানার আপ হয়েছেন আইকিউএসি একাউন্টন্স অফিসার অশোক বর্মণ অসীম ও আইকিউএসি অফিস ম্যানেজার মো.আব্দুর রউফ।

ডার্ট ফাইনালে ১ম হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, ২য় সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম, ৩য় হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী। ফুটবল শুটিং ১ম জিইই সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান, ২য় আইকিউএসি একাউন্টন্স অফিসার অশোক বর্মণ অসীম, ৩য় হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন খান।

ব্যাডমিন্টন একক চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন খান, রানার আপ সাব এসিসটেন্ট লাইব্রেরিয়ান আখতারুজ্জামান রাসেল।

ব্যাডমিন্টন দ্বৈত চ্যাম্পিয়ন জিইই বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান ও সাব এসিসটেন্ট লাইব্রেরিয়ান আখতারুজ্জামান রাসেল এবং রানার আপ হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া।

ব্যাডমিন্টন একক (মেয়ে) চ্যাম্পিয়ন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক নাভিলা কাউসার ও রানার আপ হয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের প্রভাষক রাবেয়া সুলতানা।

শাবি প্রেসক্লাবের ‘মুজিবশতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২১’ এর আয়োজনের সার্বিক সহযোগিতা ছিলেন ‘শাবি শিক্ষক সমিতি’ ও ‘শাবি অফিসার্স এসোসিয়েশন’। খেলা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্রীড়া বিয়ষক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.