Sylhet Today 24 PRINT

বড়লেখা পাকহানাদার মুক্ত দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সোমবার দুপুরে বিজয় র‌্যালিটি বড়লেখা পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডার আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক সফিউল আলম, উদীচী শিল্পী গোষ্ঠীর নাট্য সম্পাদক সালমান কবির, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, নবনির্বাচিত ইউপি সদস্য ছায়রা বেগম, হাজেরা বেগম ও কটাই মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সামছুল ইসলাম রিফাত, জাফর আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.