Sylhet Today 24 PRINT

মাধবপুরে জামানত হারালেন আ.লীগের তিন প্রার্থী

মাধবপুর প্রতিনিধি: |  ০৯ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাধবপুর উপজেলার তিন ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তারা হলেন- বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শামীমুর রহমান, নোয়াপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম ও বাঘাসুরা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. এখলাছ মিয়া।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারাই মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ পাবেন না নিয়ম অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

ভোটের ফলাফলে জানা যায়, বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শামীমুর রহমান পেয়েছেন ভোট ১ হাজার ৭৫ ভোট, নোয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম পেয়েছেন ১ হাজার ২৫৪ ভোট ও বাঘাসুরা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. এখলাছ মিয়া পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট।

মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, আসলে বিষয়টি হচ্ছে এখানে যার যার বাহাদুরী নিজেরা দেখিয়েছেন। এরা নিজেরা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকের পদও ধরে রাখবেন আবার চেয়ারম্যানও হবেন তাতো হতে পারে না। তারা চান যেন সবাই তাদের কাছে যাক।

আব্দুর রাজ্জাক আরও বলেন, সর্বোপরি মনোনয়ন পাওয়ার পর তারা দলীয় নেতাকর্মীদের চরম অবহেলা করেছেন। কাউকেই কোনো মূল্যায়ন করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.