Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দেড় বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৯ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দ্বিমাগুরুন্ডা গ্রামে বৃদ্ধ আব্দুল গফফার (৮৫) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আব্দুল কাদিরকে (৪০) দেড় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল কাদির উপজেলার দক্ষিণ নোয়াবাদ এলাকার মৃত আব্দুল মালেক ওরফে ফকিরের ছেলে।

রোববার (৯ জানুয়রি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ জুন পূর্ব বিরোধের জেরে আব্দুল কাদিরসহ তার লোকজন বৃদ্ধ আব্দুল গফফারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গফফার। এই ঘটনায় নিহতের ছেলে তাহির মিয়া বাদী হয়ে ৬ জনের নাম থানায় মামলা করেন। এ মামলায় দুইজন আসামি গ্রেপ্তার হলেও অন্য ৪জন এখনও পলাতক আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.