Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, ‘সদর হাসপাতালের পুরাতন ভবনের ছাদে ফোম-কাপড়সহ পুরনো কিছু জিসিনপত্র রাখা হয়েছে। কেউ হয়তো কোনভাবে ছাদে গিয়েছিল এবং সিগারেট খেয়ে সেখানে ফেলে আসে। সিগারেটের আগুন থেকেই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘খবর দেওয়ার সাথে সাথেই ফায়ারসার্ভির একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের অতিরিক্ত অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.