Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১১ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের ৩য় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে টিকা গ্রহণ করতে আসা কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমলগঞ্জ ডাক বাংলোতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, কাউন্সিলর ছাদ আলী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম নানু, মুহিব মিয়া প্রমুখ।

এ সময় পৌর মেয়র জুয়েল আহমেদ সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের জন্য জনসাধারণকে অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.