Sylhet Today 24 PRINT

শ্যামল সিলেট দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২২

সিলেট নগরীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে শ্যামল সিলেট’র উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী শ্যামল সিলেট দ্বৈত ক্যারম প্রতিযোগিতা-২০২২’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় মিরাবাজারস্থ শ্যামল সিলেট মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিতের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাদের লেখনীর মাধ্যমে ফুটে উঠে সমাজের বাস্তব চিত্র। সত্যের সন্ধানে প্রতিনিয়ত ছুটে বেড়ান সাংবাদিকরা। যে কারনে পরিবারকেও তারা তেমন সময় দিতে পারেন না। সেসব সাংবাদিকদের বিনোদনের জন্য যেকোন আয়োজন সত্যিই প্রশংসনীয়। কারণ বিনোদন মানুষের মনের পুষ্টি জোগায়। সেক্ষেত্রে দৈনিক শ্যামল সিলেট পরিবারের উদ্যোগে ক্যারম প্রতিযোগিতার আয়োজন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা বলেন, চিত্তবিনোদন ও শরীর চর্চার জন্য খেলাধুলা অপরিহার্য একটি বিষয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি তাহমিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজিত চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন একাত্তরের কথার উপ-সম্পাদক মঈন উদ্দিন, শ্যামল সিলেট’র চীফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, মফস্বল ইনচার্জ দেবব্রত রায় দিপন, চীফ ফটোগ্রাফার মাহমুদ হোসেন, সিনিয়র সাব এডিটর গোলাম মর্তুজা বাচ্চু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, বর্তমান সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, বৈশাখী টিভির রিপোর্টার মঈনুল হাসান টিটু, শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল, শ্যামল সিলেট’র সিনিয়র ফটো সাংবাদিক আবু বকর, আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি আবদুল আহাদ, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক আব্দুল মজিদ, একাত্তরের কথার চীফ ফটোগ্রাফার এসএম রফিকুল ইসলাম সুজন, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী ও শামীম আহমদ, দৈনিক যুগভেরীর রিপোর্টার ইমরান আহমদ, শাহ শরীফ, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ফটো সাংবাদিক মো. আজমল আলী, রেজা রুবেল, আজমল আহমদ রোমন, সহকারি বিজ্ঞাপন ব্যবস্থাপক রায়হাদ বক্স ও হাসান জুলফিকার তামিম, বাউল শিল্পী প্রতীক হাসান রাজু।  

উদ্বোধনী খেলায় যুগভেরী’র ইমরান আহমদ ও শাহ শরীফ জুটিকে হারিয়ে বিজয়ী হন একাত্তরের কথার মঈন উদ্দিন ও এসএম রফিকুল ইসলাম সুজন জুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.