Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সরকারী কাজে বাধা, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান করায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবককে ৩  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন এই দণ্ড প্রদান করেন।

জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত ও অবৈধ স্থাপনামুক্ত করতে উপজেলা প্রশাসন অষ্টমদিনের মতো অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি কাজে বাধা প্রদান ও আঘাত করার প্রচেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাককে কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়।

এ সময়  পৌরসভার মেয়র, অফিসার ইন চার্জ সহ নবীগঞ্জ থানা পুলিশ, কাউন্সিলর বৃন্দ, ৮ নং সদর ইউ পি চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মতে নবীগঞ্জ পৌরসভা যানজট মুক্ত করতে এ কার্যক্রম ১১ জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে।

এদিকে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সকলের সহযোগীতা কামনা করছেন ইউএনও শেখ মহিউদ্দিন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.