Sylhet Today 24 PRINT

ব্লু-বার্ড স্কুলের সাবেক শিক্ষিকা কবি লুৎফুন্নেছা লিলির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০২২

সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষিকা, পরবর্তীতে কলেজ শাখার ক্যাম্পাস-ইন-চার্জ, কবি লুৎফুন্নেছা লিলি মারা গেছেন।

বুধবার (১৯ জানুয়ারি) নগরের আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লুৎফুন্নেছা লিলি ১৯৫৭ সালের ৬ ফেব্রুয়ারি সিলেট শহরের কুয়ারপারে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যাডভোকেট আব্দুল খালিক, মা বেগম আমেনা খাতুন, স্বামী সাবেক ব্যাংকার আখতার হোসেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা সাবরিনা সোহানী এবং ছোট মেয়ে লুলু মাহফুজ স্বর্ণা ঢাকায় একটি বিদ্যাপীঠের শিক্ষিকা।

লুৎফুন্নেছা লিলি প্রকাশিত বই কাব্য উচ্চারণে অনাগত প্রসঙ্গ (১৯৯৪), অন্তরে অন্তরায় (২০০৪), তুই যে আমার (ছড়া ২০০৪) এবং মাগো (ছড়া)।

লুৎফুন্নেছা লিলির জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর সিলামবাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.