Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে কালোব্যাজ ধারণ করে অফিস করছেন কর্মকর্তারা

চুনারুঘাট প্রতিনিধি: |  ২০ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তারা কালোব্যাজ ধারণ করে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে তারা এই কালোব্যাজ ধারণ করেছেন।

সারা দেশের ন্যায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

গতকাল বুধবার বিকেলে সদর ভূমি অফিস প্রাঙ্গণে মানববন্ধন করেছেন তারা।

এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাহী সদস্য হাজী মো. ইউনুছ মিয়া বলেন, ‘ভূমি অফিসের জনবল নিয়োগ ১৭ মে ২০১৩ ইংরেজীতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরে অনুমোদিত হয়েছে। এ বিষয়ে সকল কার্যক্রম সম্পন্ন করে অর্থ মন্ত্রনালয়ে ৩০ মে ২০১৩ ইংরেজীতে ১২৪ নম্বর স্বারকে প্রজ্ঞাপন জারি করেছে। যা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। এ প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে অফিসে কালোব্যাজ ধারণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা নিরঞ্জন দেব বলেন, ‘চুনারুঘাট উপজেলায় ১০টি ইউনিয়নের ভূমি অফিস ৪টি। এ উপজেলায় ভূমি উপ সহকারী ১২ জনের মধ্যে আছেন ৭ জন। ভূমি সহকারী কর্মকর্তা ৩ জনের মধ্যে আছেন ১ জন। র্দীঘদিন ধরে পদ গুলো শূন্য থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মালেক, আশরাফুল ইসলাম, মো. নজরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.