Sylhet Today 24 PRINT

শহীদ মিনারে সংহতি সমাবেশে ভিসির অপসারণ দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত ভিসির অপসারণ এর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের প্রতিনিধিত্বশীল নাগরিকবৃন্দ।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের নাগরিকবৃন্দ আয়োজিত সংহতি সমাবেশ এই দাবি জানানো হয়।

সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী দলের জেলা সম্পাদক ধীরেন সিংহ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী রাজু, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী, জজ কোর্টের আইনজীবী রনেন সরকার রনি, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, জাতীয় যুব ঐক্য জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, চারণ সংগঠক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন সভাপতি দীপংকর সরকার, ছাত্র ফ্রন্ট সভাপতি সঞ্জয় শর্মা, ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।

সংহতি সমাবেশে নেতৃবৃন্দ শাবির শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করে আসলেও সরকার সংকট সমাধানের জন্য কার্যকর কোন ভূমিকা পালন করেনি। আজ ভিসির অপসারণ আন্দোলনে সারাদেশের মানুষ সংহতি জানাচ্ছে, সমর্থন করছে। কিন্তু ভিসি নির্লজ্জভাবে পদ আঁকড়ে আছেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভিসি বিরোধী আন্দোলন বানচাল করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। শাবিতে শিক্ষার্থীদের সাথে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার ও রাষ্ট্রকে নিতে হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।

সংহতি সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হরিদন দাস, বাংলাদেশ জাসদ জেলা সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য তুহিন কান্তি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রেজাউর রহমান রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি মোখলেছুর রহমান, চা শ্রমিক আন্দোলনের সভাপতি হৃদেশ মুদি, ব্যাটারি রিকশা সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমদ, চারণ জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা, গণসংগীত শিল্পী রতন দেব, উদীচী জেলা দপ্তর সম্পাদক সন্দীপ দেব,নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক ইশরাত রাহী রিশতা, সংস্কৃতি কর্মী নাহিদ পারভেজ বাবু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.