Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় টিলা কাটায় জরিমানা

কুলাউড়া প্রতিনিধি: |  ২৫ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কাটার দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বরমচালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, বরমচালের পশ্চিম সিঙ্গুর এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে মাটি বিক্রি করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ লাকি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়ে আব্দুল লতিফ লাকিকে অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করে টিলা যাতে না কাটেন এ জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.