Sylhet Today 24 PRINT

মামলার পর গ্রেপ্তার দেখানো হলো শাবির সাবেক ৫ শিক্ষার্থীকে

নিজস্ব প্রতিবেদক: |  ২৫ জানুয়ারী, ২০২২

রাজধানী থেকে আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীর নামে সিলেটের জালালবাদ থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্ল্যাহ তাহের।

তিনি জানান, অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ যোগানের অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

এর মধ্যে হাবিবুর বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করেছেন। একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.