Sylhet Today 24 PRINT

জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৮০বর্ষ পূর্তি ও পুনর্মিলনী ১৭ ডিসেম্বর

বিয়ানীবাজার প্রতিনিধি : |  ১০ ডিসেম্বর, ২০১৫

কমলা-আনারস খ্যাত প্রাকৃতিক সম্পদে ভরপুর বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্য ভূমি জলঢুপের প্রাচীনতম বিদ্যাপীঠ জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৮০-বর্ষ পূর্তি উপলক্ষে ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.কে.এম. গোলাম কিবরিয়া তাপাদার, মদন মহন কলেজ সিলেটের অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৯ টায় আনন্দ শোভাযাত্রা, সকাল ১০ টায় উদ্বোধনী পর্ব, সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা ও দুপুর আড়াইটায় স্মৃতিতর্পণ। এছাড়া বিকেল সাড়ে ৫ টায় রয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; এতে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ খ্যাত তারকা বন্যা।

অনুষ্ঠেয় এ পুনর্মিলনীর সকল আয়োজনে যথাসময়ে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ৮০-বর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৫ উদযাপন পর্ষদের আহবায়ক দ্বারকেশ চন্দ্র নাথ ও সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.