Sylhet Today 24 PRINT

তাহিরপুরের চার গ্রামে আগাম ঈদ উদযাপন

তাহিরপুর প্রতিনিধি |  ০২ মে, ২০২২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চার গ্রামের শতাধিক পরিবার।

সোমবার (২ মে) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল, রজনীলাইন, পুরানঘাট ও বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেন।

ঈদ উদযাপনকারী উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা কয়লা ব্যবসায়ী হাজি মো. মতি মিয়া জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফ’ এর অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ।

সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন। তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.