Sylhet Today 24 PRINT

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক: |  ০২ মে, ২০২২

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লি। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষরা এসে এখানে ঈদের নামাজ আদায় করেন।

সোমবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোডস্থ আহমেদ শাবিস্তা নামক একটি বাসায় এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। নামাজের পর দেশ ও জাতির শান্তি-কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করেন তিনি।

ঈদুল ফিতরের এ নামাজে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজনগর ও সদরের বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকা ও গোপালগঞ্জ থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করেন।

উজান্ডি পীর সাহেব আব্দুল মাওফিক চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সৌদি আরবসহ মুসলিম বিশ্বের সঙ্গে মিলে একযোগে এই ঈদ পালন করছেন। বিশ্বের প্রায় ৪৫টি দেশে আজ পবিত্র ঈদ উদযাপন হচ্ছে।

তিনি আরও বলেন, ইজমার ভিত্তিতে আজ শাওয়াল মাসের এক তারিখ। আর ঈদুর ফিতর এই মাসের এক তারিখেই করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.