Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল থেকে উদ্ধার দুর্লভ ২টি সুন্ধি কচ্ছপ লাউয়াছড়ায় অবমুক্ত

সিলেটটুডে ডেস্ক: |  ১০ মে, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি লেকে উদ্ধারকৃত দুটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১টায় লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেইকে Stand For Our Endangered Wildlife টিমের সদস্য ও বন বিভাগের উপস্থিতিতে দুটি কচ্ছপ অবমুক্ত করা হয়।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন Stand For Our Endangered Wildlife টিমের কাছে খবর আসে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকায় দুটো কচ্ছপ বিক্রির জন্য আনা হয়েছে। পরে SEW টিম সাথে সাথেই ঘটনাস্থলে চলে যায় এবং বন বিভাগকে বিষয়টি অবগত করা হয়। খবর পেয়ে বন বিভাগের সহযোগিতায় দুটি সুন্ধি কাছিম উদ্ধার করে। পরে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেইকে Stand For Our Endangered Wildlife টিমের সদস্য ও বন বিভাগের উপস্থিতিতে দুটি কচ্ছপ অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দুটি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.