Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ভেড়া পালনে উপকরণ বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি:  |  ১০ মে, ২০২২

জৈন্তাপুর উপজেলার সমতল ও বিভিন্ন চা-বাগান এলাকায় বসবাসরত সমাজের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে ভেড়া পালনে গৃহ নির্মাণ (আরএফএল'র) স্লেট উপকারন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব গৃহ নির্মান উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ৮০ টি পরিবারের মধ্যে ৫টি সেট করে গৃহ নির্মাণ স্লেট উপকরণ প্রদান করা হয়েছে।

মুলত: বৃষ্টিপাত থেকে বেড়া ছাগাল রক্ষার জন্য  সমতল বসবাসরত উপভোগীদের মাঝে গৃহ নিমার্ণ স্লেট প্রদান করা হয় ।

গৃহ নিমার্ণ উপকরণ বিতরণ  করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: সাইফ উদ্দিন ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণি সম্পদ অধিদপ্তরের মাঠ সহকারী (এফ,এ, আই) আবু জাফর মো: রাজু, মাঠ সহকারী ( বি,এফ) মো: আফতাব উদ্দিন। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সহ সুফলভোগী জনগোষ্ঠির নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.