Sylhet Today 24 PRINT

বড়লেখায় ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বড়লেখা প্রতিনিধি: |  ১০ মে, ২০২২

বড়লেখায় কিশোর লেখক সাজিদুর রহমান শাকির রচিত ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ জিয়া উদ্দীন দা.বা.।

মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে হাফিজ ইয়াহইয়া ও হাফিজ হাসান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের প্রণেতা কিশোর লেখক সাজিদুর রহমান শাকিরের পিতা মুফতি খয়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেন, যথাযথ পরিচর্যা না করার কারণে সমাজে অনেক প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়। আজকের এই অনুষ্ঠান এবং আমাদের উপস্থিতির মুল উদ্দেশ্য শুধু প্রতিভার মূল্যায়ন এবং প্রতিভাধর ব্যক্তিকে উৎসাহিত করা। আমাদের সকলকেই সৎপথে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তবেই সমাজ থেকে নানা অনাচার পাপাচার দূর হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যাপক আব্দুস শহীদ খান, মাওলানা রমিজ উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা মাহতাব উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.