Sylhet Today 24 PRINT

ডিআইজি হলেন এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতােষ ঘােষ

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২২

সিলেট মেট্টােপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার পরিতােষ ঘােষ ডিআইজি পদে পদােন্নতি লাভ করেছেন।

গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৮ ও ২০তম বিসিএস'র যে ৩২ জন অতিরিক্ত ডিআইজির পদােন্নতি হয়েছে তার অষ্টম তালিকায় পরিতােষ ঘােষের নাম রয়েছে।

পরিতােষ ঘােষ ১৯৭০ সালের ১ অক্টােবর চট্টগ্রাম জেলার রাউজানের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসএ উত্তীর্ণর পর তিনি বান্দরবান, নওগাঁ জেলা ও সিলেট্-১০ এপিবিএন'র এএসপি, ঢাকা ট্রাফিক ট্রেনিং স্কুলের সুপারিন্টেনডেন্ট, রংপুর, বরিশাল ও লক্ষীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তি সময়ে এডিশনাল ডিআইজি হিসেবে পদােন্নতি পাওয়ার পর তিনি সিলেট মেট্টােপলিটন পুলিশে যােগ দেন। আর এখান থেকেই গত বুধবার পরিতােষ ঘােষ ডিআইজি পদে পদােন্নতি লাভ করেন।

পরিতােষ ঘােষের পদােন্নতিতে বৃহস্পতিবার সকাল থেকে ইউনিট প্রধানগণ তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে, পরিতােষ ঘােষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংবাদ টাইগার্স। বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান সংবাদ টাইগার্সের চেয়ারম্যান সাংবাদিক আকাশ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইদ্রিছ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.