Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ১৪টি অবৈধ দোকানপাট উচ্ছেদ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ মে, ২০২২

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার সামনে সরকারি জায়গায় গড়ে ওঠা ১৪টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন।

১৪টি দোকানের মধ্যে চটপটির দোকান ৫টি, ফলের দোকান ৫টি, পানের দোকান ২টি, নার্সারী ১টি এবং চায়ের দোকান ১টি রয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩টারদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ দোকান গুলো উচ্ছেদ করা হয়। আর তাতে দখলমুক্ত হলো সরকারি খাস খতিয়ানের প্রায় কোটি টাকা মূল্যের জায়গাও।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, তদন্ত ওসি জাহিদুল ইসলামসহ একদল পুলিশ সদস্য তার সঙ্গে ছিলেন।

এপ্রসঙ্গে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, মাসিক আইন শৃঙ্খলা সভায় জনপ্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.