Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ব্রিজের ওয়াল গার্ডের খুঁটি ও সড়কের এপ্রোচে ধস

চুনারুঘাট প্রতিনিধি |  ১৬ মে, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে গত কয়েকদিনের টানা বর্ষণে ধসে গেছে ব্রিজের পাশে ওয়াল গার্ডের খুঁটি ও রাস্তার এপ্রোচ।

এলাকাবাসী দাবি, উপজেলার ১নং গাজীপুর ইউপির উসমানপুর সড়ক উন্নয়ন কাজে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণের এক মাসের মধ্যেই ইছালিয়া সড়কের ব্রিজের কাজ শেষ হতে না হতেই অসৎ ঠিকাদার, কর্মকর্তাদের নিম্নমানের কাজে ধ্বসে গেছে ওয়াল গার্ডের খুঁটি ও রাস্তার এপ্রোচ।

এদিকে এমন অবস্থা দেখে সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।

এলাকাবাসী জানিয়েছেন, এ ব্রিজে নিম্নমানের কাজ হয়েছে। স্থানীয়  সরকার প্রকৌশলী বিভাগ ২ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে এম আলম কন্সট্রাকশন ইছালিয়া ছড়ার উপর মাত্র একমাস আগে ব্রিজ নির্মাণ করে। গত সপ্তাহে ব্রিজের সংযোগ রাস্তা ও গার্ড ওয়াল এবং প্রতিরক্ষা খুঁটি নির্মাণ করে। ব্রিজ নির্মাণের সময় স্থানীয় ছাত্রলীগ নেতারা অনিয়ম ও নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। তারপরও এ কাজ চালিয়ে যায় ঠিকাদারি মহল।

সুজাত মিয়া নামে একজন বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে ও নিম্নমানের কাজে উদ্বোধনের আগেই এই ব্রিজের ওয়াল গার্ডের খুঁটি ও রাস্তার এপ্রোচ ধসে গেছে।

এ বিষয়ে খবরদারি ও নজরদারি নিয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি এবিষয়টি জানতে পেরেছি।   প্রকৌশলীকে এবিষয়ে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.