Sylhet Today 24 PRINT

তলিয়ে গেছে নগরের শশ্মানঘাট, শবদাহ কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০২২

বন্যায় তলিয়ে তলিয়ে সিলেট নগরের চালিবন্দর এলাকার মহাশশ্মানঘাট। সিলেট নগরের মধ্যে এই একটিমাত্র স্থানে হিন্দুধর্মাবলম্বীরা মৃতদেহ দাহ করে থাকেন।

তবে বন্যা পরিস্থিতির অবনতির সাথেসাথে মঙ্গলবার সকালে তলিয়ে যায় এ শশ্মানঘাট। এতে এখানে মরদেহ দাহ করা যাচ্ছে না।

শ্মশানঘাট সংস্কার ও সংরক্ষণ কমিটি, সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য জানান, আকস্মিক বন্যা এবং বৃষ্টিপাতের কারণে সিলেট চালিবন্দরস্থ, শ্রী শ্রী মহাশ্মশান ঘাটের শবদাহ পোড়ানোর চুলা তলিয়ে গেছে। এ অবস্থায় সনাতন ধর্মাবলম্বী সকলকে সিলেট শহরের দেবপুরস্থ শ্মশানঘাটে দাহকার্য সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, মঙ্গলবার সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে নগরের অনেক এলাকা। উপজেলাগুলোর বিস্তৃর্ণ এলাকাও প্লাবিত হয়ে পড়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, গত ১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি পানি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.