Sylhet Today 24 PRINT

ছাতকে উপজেলা নির্বাহী অফিসারের শুকনো খাবার বিতরণ

ছাতক প্রতিনিধি |  ১৭ মে, ২০২২

সুনামগঞ্জের ছাতকে বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

মঙ্গলবার (১৭ মে) তিনি পেপার মিল উচ্চ বিদ্যালয়, তাতিকোনা প্রাইমারি স্কুল ও বউলা প্রাইমারি স্কুলে আশ্রয় নেয়া বন্যা কবলিত ৭০ পরিবার মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীব তার সঙ্গে ছিলেন।

ছাতকে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। সুরমাসহ সকল নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৬০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানি বৃদ্ধির ফলে দুর্যোগ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে সরকারিভাবে ৩টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.