Sylhet Today 24 PRINT

মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ মে, ২০২২

হবিগঞ্জের শিক্ষার্থীরা মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়েছে। এসময় মাদক ও বাল্য বিবাহকেও লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ মে) জেলা শহরের আইডিয়াল হাই স্কুলের মিলনায়তনে কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ।’

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ, অর্থ সম্পাদক জয় দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক অনি আফরোজ, দপ্তর সম্পাদক গোলাপ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক সাজু আহমেদ, সদস্য ইমন প্রমুখ।

শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

তিনি জানান, শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নিয়েছে। টিফিনের টাকা বাঁচিয়ে এ পর্যন্ত ১৩ শত ৬৬ টি বিদ্যালয়ে সচেতন করেছে সংগঠনটি। বর্তমানে তারা সিলেট বিভাগীয় সফরে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.