Sylhet Today 24 PRINT

কুশিয়ারার পানি বাড়ছে, নবীগঞ্জে রাত জেগে বাঁধ পাহারা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ মে, ২০২২

বেড়েই চলছে কুশিয়ারা নদীর পানি। এতে হবিগঞ্জের নবীগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, আর মাত্র ৩ ফুট পানি বাড়লে নবীগঞ্জের প্রায় সকল বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। এমতাবস্থায় শনিবার রাত ৯টার দিকে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রামবাসীদের নিয়ে ৪নং দীঘলবাক ইউনিয়নের রাধপুর বাঁধ (ফাঁদুল্লাহপুর) পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

এসময় রাতে বাঁধ পাহারা ও তাৎক্ষণিক কোন সংবাদ থাকলে জানানোর ব্যবস্থা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে বাঁধ সুরক্ষায় কাজ করতে অবগত করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে আজ থেকেই কাজ শুরু করার অনুরোধ করা হয়।

এছাড়া গালিমপুর মাধবপুর’র ব্যাপারে আজ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.